করোনা ভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ১৫ দিনের মধ্যে দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ কথা জানান। বৈঠক সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন দ্বিতীয় সময়টা একটু কমিয়ে দেওয়া যায় কিনা। এখন আমরা ১ মাস দিচ্ছি। সেটা ১৫ বা ২০ দিন করে দিতে পারি কিনা, এটা বলেছেন। যদি সম্ভব হয় আমরা সেটাও করবো। তিনি আরও জানান- অন্যান্য দেশে ১৫ দিনের মধ্যে দেওয়া হয়, সেই দেশের রেফারেন্স টেনে বলা হয়েছে। এখন আমরা ডব্লিউএইচও’র সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব।
Leave a Reply