উইমেন ডেস্ক: ভোলার চরফ্যাশন উপজেলায় আলোচিত ধর্ষণ মামলায় মো. সেলিম ও মো. নাসিম নামে দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ করে মোট দুই লাখ টাকার জরিমানা করেছেন আদালত।
সাজাপ্রাপ্ত মো. সেলিম চরফ্যাশন উপজেলার চরযমুনা গ্রামের মো. জলিলের ছেলে এবং নাসিম একই উপজেলার চর নুরুল আমিন গ্রামের মো. আবুল কাশেম হাওলাদারের ছেলে। তবে আসামি মো. সেলিম পলাতক রয়েছেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও জেলা ও দায়রা জজ বিচারক নুরুল আলম মোহাম্মদ নিপু এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট মো. হুমাইয়ুন কবির বিষয়টি নিশ্চিতক করেন। তবে এ মামলায় অপর চার আসামির বিরুদ্ধে অপরাধ প্রমানিত না হওয়ায় তাদের বে-কসুর খালাস দিয়েছেন আদালত বলে জানান তিনি।
পিপি জানান, ২০০৪ সালের ৬ জুন রাতে ওই নারী তার মায়ের সঙ্গে ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে আসামিরা তার মুখ চেপে ঘর থেকে বের করে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।
Leave a Reply