নিজস্ব প্রতিবেদক : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুরে ২ হাজার ২৪টি বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করবে পিরোজপুর ইয়ুথ সোসাইটি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে শহরের কেন্দ্রিয় শহিদ মিনারে ফলজ বৃক্ষ রোপন করেন পিরোজপুর ইয়ুথ সোসাইটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইয়ুথ সোসাইটির চীফ কো অর্ডিনেটর মো: হাসিবুল ইসলাম হাসান, কো অর্ডিনেটর মো: তামিম সরদার, কো অর্ডিনেটর প্রনব সাহা, কো অর্ডিনেটর রেজওয়ান ইসলাম সাজন, কো অর্ডিনেটর আলী ইমাম অন্তু, কো অর্ডিনেটর অমিত বিশ্বাস সহ নেতৃবৃন্দ।
পিরোজপুর ইয়ুথ সোসাইটির চীফ কো অর্ডিনেটর মো: হাসিবুল ইসলাম হাসান বলেন পিরোজপুর ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে চলতি বছরে ২ হাজার ২৪টি ফলোজ, বনোজ, ঔষধী বৃক্ষ রোপন করা হবে। আমাদের বৃক্ষ রোপন কর্মসূচী চলমান থাকবে।
Leave a Reply