পিরোজপুরে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আল মামুন, তাপষ কুমার ভট্টাচার্য।
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় পিরোজপুর জেলার বিভিন্ন স্কুল থেকে ক বিভাগে প্লে থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগীতা, খ বিভাগে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ঐতিহাসিক ৭ মার্চ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ এর উপরে চিত্রাঙ্কন প্রতিযোগীতা এবং গ বিভাগে অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও বাংলাদেরশ এর চিত্রাঙ্কন প্রতিযোগীতায় মোট অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।
এছাড়াও সকাল ৬টায় শহরের বঙ্গবন্ধু চত্বরে ৩১বার তোপোধ্বনীর শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা জানানো। সকাল ১০টায় পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগীতা এবং সন্ধ্যায় টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Leave a Reply