বগুড়ার নন্দীগ্রামে সাপের কামড়ে আছিয়া বেগম (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বড় চাঙ্গুইর গ্রামের আব্দুর রহমান ধলুর স্ত্রী। জানা গেছে- রাতে আছিয়া বেগম রাতের খাবার খেয়ে শয়নঘরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে শয়নঘরে একটি বিষধর সাপ এসে তাকে ডান হাতে কামড় দেয়। পরে তাকে কাহালু উপজেলার সিধলায় গ্রামে কবিরাজি চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে এসে ওই গৃহবধূ অচেতন হয়ে পড়েন। তখন তাকে চিকিৎসার জন্য দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন আছিয়া বেগমের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
Leave a Reply