উইমেন ডেস্ক: বুধবার, ০৬ অক্টোবর ২০২১, ২২ আশ্বিন ১৪২৮ |
প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় রাজশাহীর পবা উপজেলার দামকুড়া থানার মুরারীপুর এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরী আত্মহত্যা করেছে। সে নাটোরের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করতো।
দামকুড়া থানার ওসি মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার (৬ অক্টোবর) সকালে নিজঘর থেকে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠা এবং দুই পরিবারের লোকজন মেনে না নেয়ায় ওই কিশোরী বুধবার (৬ অক্টোবর) সকালে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply