নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর-১৯ আসনে দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হিসেবে ন বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে দীর্ঘদিন কাজ করছেন কেন্দ্রীয় যুব মহিলা লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ লাবনী আক্তার। শেখ লাবনী আক্তার সাবেক সরকারি বাংলা কলেজ ছাত্রলীগ এর নেত্রী, শিক্ষানবিশ আইনজীবী, মাহির ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, পিরোজপুর সদর উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশু কিশোর পরিষদের সাবেক সভাপতি, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ।
ব্যাক্তিগত জীবনে তিনি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় যুগ্ম সচিব, এ কে এম আবুল কালাম আজাদের সহধর্মিণী ও এক সন্তানের জননী।
কেন্দ্রীয় যুব মহিলা লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ লাবনী আক্তার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ বুকে লালন করে ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতিতে পথচলা সেখান থেকে সংসার জীবন পড়াশোনার পাশাপাশি সবসময়ই রাজপথে ছিলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্যকন্যা, দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা দারিদ্র্য দূরীকরণ করে ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠেছে বর্তমান সময়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধুকন্যা, ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করতে চাই।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, শারমিন সুলতানা লিলি আপার নেতৃত্ব সারা বাংলাদেশের যুব মহিলা লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি, বঙ্গবন্ধুকন্যা, জননেত্রী দেশরতœ শেখ হাসিনা আপা মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে দিনরাত মাঠে ছিলাম। পাশাপাশি আমার নিজের নির্বাচনী এলাকা পিরোজপুর -১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এ্যাডঃ শ ম রেজাউল করিম ভাইয়ের পক্ষে প্রচার ও প্রচারণা চালিয়ে জনসমর্থন গড়ে তুলতে ব্যাপক কাজ করেছি। এ সকল বিষয় বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আপা যদি আমাকে মহান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে সুযোগ প্রদান করেন তাহলে এলাকার অসহায় দুস্থ মানুষের পাশাপাশি সন্ত্রাস, মাদক মুক্ত, উন্নত, শান্তিপূর্ন জনপদের এলাকা গড়ে তুলতে সকল বিষয় সবার সহযোগিতা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।
Leave a Reply