পিরোজপুর শহর সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে জ্বর, কাশি, শ্বাসকষ্টসহ জটিল উপসর্গ নিয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলে জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী হাসান। গত ১২জুলাই বরিশাল শেবাচিম মেডিক্যাল কলেজের টেস্ট রিপোর্টে তার শরীরে কভিড-১৯ ধরা পড়ে ।
পিরোজপুর শহর সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, করোনা ভাইরাস বাংলাদেশে সনাক্ত হওয়ার সাথে সাথেই তিনি তার কার্যালয়ের পক্ষে পিরোজপুর পৌরসভার নিম্ন আয়ের শ্রমজীবীদের মাঝে সচেতনতা মূলক প্রচারসহ সাবান মাস্ক সেনিটাইজার বিতরণসহ কতৃপক্ষের নির্দেশে পৌরএলাকার করোনা আক্রান্তদের কাউন্সিলিং ও তাদের মনোবল বৃদ্ধির জন্য প্রচারনা চালিয়ে আসছিলেন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, পিরোজপুর শহর সমাজসেবা কর্মকর্তা করোনা শনাক্তের রিপোর্ট পাওয়ায় তাকে মঠবাড়িয়ার বাসা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে যানা যায়, ১৪ জুলাই পর্যন্ত পিরোজপুর জেলায় মোট ৪১৬ জন করোনা আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ৭ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে।
Leave a Reply