পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়ে)” শীর্ষক প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওয়াহেদুজ্জামান এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোঃ শাহ আলম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক শুভাষ চন্দ্র সমাদ্দার, স্কুলের ম্যানেজিং কমিটির সহসভাপতি অনিমেষ চন্দ্র হালদার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাষ চন্দ্র বলেন , প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অচিরেই শিশুদের জন্য টিকার দেয়ার ব্যবস্থা করতেছেন, তিনি বাংলার জনগনের জন্য সার্বক্ষনিক ব্যাস্ত থেকে কাজ করে যাচ্ছেন । শিশুদের জন্য তার ভালবাসার কমতি নেই। এ সময় সরকারের ধারাবাহিক উন্নয়নের বর্ননা দেয় বক্তারা।
Leave a Reply