নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর প্রেসক্লাবের মরহুম সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল করেছে পিরোজপুর প্রেসক্লাব। শুক্রবার (২২ মার্চ) বিকেলে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধুবী রায়, পিরোজপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারি শাখা) কফিল উদ্দিন মাহমুদ।
দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করে প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ। এসময় প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও প্রেক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে পিরোজপুর প্রেসক্লাবের মরহুম সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পিরোজপুর কেন্দ্রিয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা যুবায়ের আহমাদ।
Leave a Reply