পিরোজপুরের সদ্য বিদায়ী জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেনকে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
এসময় পিরোজপুর প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম, পিরোজপুর প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, কার্য নির্বাহী সদস্য ও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি খালিদ আবু, প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক, কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান, দপ্তর ও পরিসম্পদ সম্পাদক মো: তামিম সরদার, তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক জুবায়ের জনি, ক্রিড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন প্রমুখ।
আলোচনা সভা শেষে সদ্য বিদায়ী জেলা প্রশাসক কে ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ।
গত ০৫ (জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে পিরোজপুরের ডিসি আবু আলী মো. সাজ্জাদ হোসেনকে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দিপু মনির একান্ত সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে। আর আশ্রয়ণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোহাম্মাদ জাহিদুর রহমানকে পিরোজপুরের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
Leave a Reply