নিজস্ব প্রতিনিধি : জেলা তথ্য অফিস পিরোজপুরের আয়োজনে পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে মহান বিজয় দিবস ২০২৩ উদ্্যাপন উপলক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসের উপপরিচালক (রুটিন দায়িত্ব) লেলিন বালা এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক এর পক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক জনাব খানজাদা শাহরিয়ার বিন মান্নান। বিশেষ অতিথি ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ এম,এ রব্বনী ফিরোজ। এছাড়াও যুব উন্নয়ন অধিদপÍরের উপপরিচালক জনাব অশোক কুমার সাহা ও ডেপুটি কো-অর্ডিনেটর জনাব মো: রাকিবুল ইসলাম বক্তব্য প্রদান করেন। আলোচনা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শিত হয়।
Leave a Reply