নিজস্ব প্রতিবেদক : নানা আয়োজনে পিরোজপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ৯ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম.এ আউয়াল, সাধারণ সম্পাদক এডভোকেট কানাইলাল বিশ্বাস।
পরে দুপুরে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়ার হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খান মো: আলাউদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, পৌর যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার।
এসময় কয়েক শতাধীক অসহায় দরিদ্র মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়।
Leave a Reply