পিরোজপুরে সরকারি শিশু পরিবারের শিশুদের মধ্যে ঈদ উপহার বিরতণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পিরোজপুরের আয়োজনে শিশুদের মাঝে ঈদ উপহার বিরতণ করা হয়।
ঈদ উপহার বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পিরোজপুর সভাপতি মিসেস রূবাইয়াৎ লতিফ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সরকারি শিশু পরিবার (বালিকা) এর উপ তত্ত্বাবধায়ক সবানা খানম। এসময় জেলা পুলিশের নারী পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সরকারি শিশু পরিবারের ৭৫ জন শিশুদের মধ্যে নতুন কাপড় সহ বিভিন্ন ঈদ উপহার সামগ্রী বিরতণ করা।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক ইকবাল কবির জানান, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পিরোজপুরের পক্ষ থেকে সরকারি শিশু পরিবারের শিশুদের মধ্যে একসেট করে ঈদ এর নতুন পোশাক উপহার বিরতণ করা হয়েছে। নতুন পোশাক পেয়ে সরকারি শিশু পরিবারের শিশুরা খুবই খুশি।
Leave a Reply