পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জেলা স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে সমাপনী দিনে সদর উপজেলার নির্বাহী অফিসার বশির আহমেদ এর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মজিবুর রহমান খালেক। এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ কুমার দাস, জেলা ক্রীড়া কর্মকর্তা মো: আজিম হোসেন, শংকরপাশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, কলাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল আলম বাবুল, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম, এ রব্বানী ফিরোজ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ক্রীড়া সংগঠক সাদেক আহম্মেদ প্রমূখ। এর আগে সোমবার জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে এ ফুটবল টুর্নামেন্ট’র খেলার উদ্বোধন করেন।
উল্লেখ্য, সদর উপজেলা প্রশাসন আয়োজিত ৭ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শংকরপাশা ইউনিয়ন পরিষদ ২-০ গোলে কদমতলা ইউনিয়ন পরিষদকে হারিয়েছে এবং সমাপনী দিনে কলাখালী ইউনিয়ন পরিষদ টিম সিকদার মল্লিক ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় কলাখালী টিমের রিফাত খান শ্রেষ্ঠ খেলোয়াড় এবং একই টিমের রনি শ্রেষ্ঠ গোল দাতা নির্বাচিত হন।
Leave a Reply