পিরোজপুরে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার, সিএইচসিপি, শিক্ষকসহ একদিনে নতুন করে ৩৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়ালো। জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫১৫ জন।
পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. শিশির রঞ্জন অধিকারী জানান, শনিবার রাতে পাওয়া রিপোর্টে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোল্লা আজাদ হোসেনসহ ৩৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে পিরোজপুর সদর উপজেলা ও সদর হাসপাতালে ১৭ জন, ভান্ডারিযা উপজেলায় ৩ জন, কাউখালী উপজেলায় ৬ এবং মঠবাড়িয়া উপজেলায় ৮ জন রয়েছে।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান জানান, উপজেলার নতুন আক্রান্তদের মধ্যে একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) একজন ফার্মাসিস্ট, একজন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার, মোল্লা আজাদ হোসেন জানান, শনিবার রাতে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। তবে তিনি আগে থেকেই সরকারী বাসভবনে হোমকোয়ারেন্টোইনে আছেন এবং সুস্থ আছেন।
Leave a Reply