পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দৈনিক আমাদের কন্ঠে’র উপজেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ প্রোর্টাল মঠবাড়িয়া সমাচারের সম্পাদক এজাজ চৌধুরীর উপর হামলার ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার রাতে এজাজ চৌধুরী সোমবার রাতে বাদী হয়ে মেয়র পুত্র সহ আরও চার জন নাসীয় এবং অজ্ঞতনামা ১০/১২ জনকে আসামী করে স্থানীয় থানায় হত্যার চেষ্টা মামলা (মঠবাড়িয়া থানার মামল নং-৩৮/৯৫ দায়ের করেন।
মামলা সূত্রে জানাগেছে, ঘটনার দিন রবিবার মঠবাড়িয়া বনিক সমিতির পাশে সাংবাদিক এজাজের মোটর সাইকেল রাখাকে কেন্দ্র করে এবং পুর্ব শত্রুতার জেরে মেয়র পুত্র রছি এজাজ চৌধুরীকে বাসায় ডেকে নিয়ে তিনি এবং তার সহযোগী রাকিব, জামাল আকন ও রাজু পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার কাছ থেকে সাওমি নোট নাইনপ্রো মডেলের ২৯৯৯৯/- টাকা মুল্যের একটি মোবাইল সেট ও মানি ব্যাগে রক্ষিত ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাসুদুজ্জামান মিলু সন্ত্রাসী হামলার সত্যতা ও মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহার নামীয় আসামীদের গেস্খফতারের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, রবিবার দুপুরে এজাজ চৌধুরীর কে মঠবাড়িয়া পৌর মেয়র এর বাসায় ডেকে নিয়ে হমলার এ ঘটনা ঘাঁনো হয়। আহতকে স্থানীয় ও তার স্বজনরা উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
Leave a Reply