পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরে জামাল তালুকদার নামের এক ওষুধ ব্যবসায়ী দু’দিন ধরে নিঁখোজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করেছে তার পরিবার। গত ৭ জুন সোমবার সকাল সাড়ে ৬ টায় প্রতিদিনের সে ওষুধের দোকানে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে নিঁখোজ হন। এ ঘটনায় তার স্ত্রী রুমা বেগম সোমবার রাতে ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। নিখোঁজ জামাল তালুকদার হাসপাতাল সড়কের বিসমিল্লাহ ফার্মেসীর মালিক।
নিখোঁজ জামাল তালুকদারের ছোট ভাই শহিদুল ইসলাম তালুকদার জানান, গত ৭ জুন সকালে তার ব্যবসা প্রতিষ্ঠানের কথা বলে বাসা থেকে বের হয়ে অদ্যাবদী আর বাসায় ফিরে আসেননি তার দোকানও বন্ধ রয়েছে। তার সাথে থাকা মোবাইল ফোন নম্বর ০১৭৪০৬৩৮৯১২ বন্ধ রয়েছে।
এ ঘটনায় তার স্ত্রী রুমা বেগম ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। তার স্ত্রী রুমা বেগম জানান, সোমবার সকালে তার স্বামী জামাল তালুকদার স্বাভাবিক ভাবেই বাসা থেকে বের হন আর বাসায় ফিরে যাননি। তাকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নিখোঁজ হওয়ার সময় তার পরণে ছিলো আকাশী কালারের ট্রাউজার, বেগুনি রং এর ফুল সার্ট এবং পায়ে প্লাস্টিক স্যান্ডেল ছিল।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বিশ্বাস সাধারণ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply