পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা এলাকায় শিমুল মিরবর নামে এক সংখ্যালঘু নির্যতনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে জুজখোলা বাজারে যাওয়ার সময় পূর্বশত্রুতার জের ধরে শিমুল মিরবর কে অমানুষিক ভাবে নির্যাতন করা হয়। আহত শিমুল মিরবর সিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা এলাকার সন্তোষ মিরবরের ছেলে।
আহত শিমুল মিরবর জানান, সকালে শনিপূজা দেয়ার জন্য বাজারে জিনিসপত্র কিনতে যাওয়ার সময় একই এলকার হাওলাদার বাড়ির কামাল হাওলাদার ও তার ভাই সরোয়ার হাওলাদার মিলে তাকে লাঠি ও দেশিয় অস্ত্র দিয়ে পিটিয়ে মারাত্বক ভাবে আহত করে। পরে এলাকাবাসী এসে উদ্ধার করে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে।
আহত শিমুল মিরবর পিতা সন্তোষ মিরবর জানান, কি কারনে আমার ছেলেকে এভাবে অমানুষিক নির্যাতন করেছে তা বুঝতে পারছি না। তবে কামাল হাওলাদার ও তার ভাই সরোয়ার হাওলাদার প্রায়ই এমন ঘটনা ঘটিয়ে থাকে। তারা শিমুলকে দির্ঘদিন ধরে শাসিয়ে আসছিলো অকারনেই তারা এমন অমানুষিক আচারন করেছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল জানান, এ বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি তবে লিখিত অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply