ভান্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে অভিভাবকদের অসবাধানতায় পানিতে ডুবে প্রাণ গেল ১৩ মাসের এক অবুঝ শিশুর। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ইন্দুরকানী গ্রামের আঃ কুদ্দুস মল্লিকের কন্যা শিশু হাবিবা মায়ের অগচরে হামাগুড়ি দিয়ে পুকুরে পরে যায়। পরে শিশুটির মা শিশুটিকে না পেয়ে অনেক খোজাখুজির পর ঘরের পাশের পুকুরে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমম্পেলেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
শিশুটির পিতা আঃ কুদ্দুস জানান, আমার স্ত্রী শিশুটিকে রেখে দুপুরের রান্না করছিল। পাশে পুকুর অসাবধানতায় শিশুটি হামাগুড়ি দিয়ে পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। অনেক খোঁজার পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
উপজেলা স্বাস্থ্য কমম্পেলেক্সের চিকিৎসক আমিনুল ইসলাম তিনি জানান, আমরা শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।
Leave a Reply