পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণাকালে আওয়ামীলীগের বিদ্রহী প্রার্থীর সমর্থকদের গুলিবর্ষণে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার রাত পোনে আটটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। শংকরপাশা ইউনিয়নে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারনা শেষে ফেরার পথে মল্লিকবাড়ি স্ট্যান্ডের রাস্তায় বিদ্রোহী প্রার্থীর লোকজন এ ঘটনা ঘটায় বলে জানায় প্রত্যক্ষদর্শী নেতা কর্মীরা। ঘটনার পরে শহরে বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।
জানা যায়, রবিবার রাতে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে নৌকার প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিক এর পক্ষে প্রচারনা শেষে শহরে ফিরছিল ফয়সাল মাহবুব শুভসহ দলীয় নেতাকর্মীরা। এ সময় মল্লিকবাড়ি বাস স্ট্যন্ড এলাকার রাস্তায় বসে জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন মাতুব্বরের লোকজন গুলি চালায় বলে অভিযোগ করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু। হামলায় গুলিবিদ্ধ হয় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ। পরে ফয়সাল মাহাবুব শুভ কে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ কওে কর্তব্যরত চিকিৎসক।
জেলা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রানা সাহা জানান, আমরা গুরুতর আহত দুইজন রোগী পাই তার মধ্যে ফয়সাল মাহাবুব শুভ কাধের নিচে একটি জখমের চিহ্ন রয়েছে এবং গভীর ক্ষত থেকে অনেক ব্লিডিং হয়েছে। রোগীর পেশার পালস অনেক আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সহিংসতার ঘটনার কথা স্বীকার করে বলেন, উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে এবং হামলার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
এ বিষয় জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন মাতুব্বরের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
Leave a Reply