পিরোজপুরের নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় সাইফুল ইসলাম হৃদয় (১০) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে। দূর্ঘটনাটি ঘটেছে আজ সোমবার ঈদের দিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চৌঠাইমহল বাসষ্ট্যান্ড সংলগ্ন রিক অফিসের সামনে। নিহত ওই মাদরাসা ছাত্র স্থানীয় চৌঠাইমহল বারো হাজার কওমী মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্র জানান, ঈদের আনন্দ উপভোগ করতে ৬/৭ বন্ধু মিলে পৃথক মোটর সাইকেলে করে ঘুরছিলো তারা। এসময় পিরোজপুর-নাজিরপুর সড়কের চৌঠাইমহল বাসষ্ট্যান্ড সংলগ্ন রিক অফিসের সামনে বসে দুই বন্ধুকে বহন করা মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লাগে। এতে ওই গাড়ির পিছনে থাকা মাদরাসা ছাত্র হৃদয় মাথায় আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তমালিকা কর্মকার জানান, ওই মাদরাসা ছাত্রকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। দূর্ঘটনায় তার মাথা থেতলে গেছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
Leave a Reply