অনলাইন ডেস্ক : খুলনার দিঘলিয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার দিঘলিয়া থানায় মামলা দায়ের করেছেন ছাত্রীর বাবা। এদিকে, অভিযুক্ত ওই বৃদ্ধ পালিয়েছেন বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা গেছে, ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রতিবেশী বৃদ্ধ বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করায় বর্তমানে সে অন্তঃসত্ত্বা। গত ২৯ আগস্ট মেয়েটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার মা-বাবা তাকে ক্লিনিকে নিয়ে যায়, সেখানে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি পরীক্ষায় ধরা পড়ে। বিষয়টি বুধবার বিকালে গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন দিঘলিয়া থানার ওসি তদন্ত রিপন সরকার। তিনি জানান, ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ আসামিকে আটকের চেষ্টা করছে।
Leave a Reply