বাংলাদেশে করোনার ল্যামডা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। কয়েকটি গবেষণায় দেখা গেছে এই ভ্যারিয়েন্ট অ্যান্টিবডি প্রতিরোধে সক্ষম। জিনোম সিকোয়েন্সের তথ্য থেকে জানা যায়, রাজধানীতে ৪৯ বছর বয়সী একজন নারীর নমুনা সিকোয়েন্সিং করে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ল্যামডা প্রথম শনাক্ত হয় পেরুতে। সংশ্লিষ্টরা জানান- ওই নারীর স্যাম্পল নেয়া হয়েছিলো রাজধানী থেকে। তবে আশার কথা হলো এর পরে আরও একশ’ জিনোম সিকোয়েন্স করা হলেও ল্যামডা ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি। বিশ্বের ২৮টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে পেরুর ভ্যারিয়েন্ট বলে পরিচিত ল্যামডা।
Leave a Reply