রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে করোনার টিকা পাঠানো হয়েছে। গতকাল জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের দুর্গম বড়থলি এলাকায় ভ্যাকসিনের পৌঁছানোর পর প্রান্তিক জনগণকে তা দেওয়া হয়। এ সময় বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমাসহ তাদের সঙ্গে তিন স্বাস্থ্যকর্মী ছিলেন। জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, বিমান বাহিনীর একটি হেলিকপ্টারযোগে স্বাস্থ্য বিভাগের একটি টিমসহ ৬০০ টিকা বিলাইছড়ির দুর্গম ফারুয়ায় পাঠানো হয়েছে। বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন- রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, সেনাবাহিনী এবং জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের বিশেষ উদ্যোগে এ গণটিকা কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে।
Leave a Reply