উইমেন ডেস্ক ।।বৃহস্পতিবার,১৬ সেপ্টেম্বর ২০২১, ১ আশ্বিন ১৪২৮ |
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে স্বাস্থ্য কমপ্লেক্সের পিয়নসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গতকাল বুধবার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং মাদক কারবারে ব্যবহৃত ১টি মোবাইল ফোনসহ টেকনাফ উপজেলা স্বাস্থ্য কর্মরত পিয়ন আব্দুর রহিমকে (৫৭) আটক করেছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে, বুধবার বিকালে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকা থেকে ৬৫ গ্রাম আইস ও ৫শত পিস ইয়াবাসহ মোহাম্মদুল্লাহ (৩১) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অধিদপ্তরের বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ আরও দুই ব্যক্তিকে আটক করেছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply