পিরোজপুরে জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। রবিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। বিক্ষোভ সমাবেশে প্রধাণ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুলের সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি আবুল কালাম আকন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহিন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখার ফলে বীর উত্তম উপাধি দেয়া হয়েছিল। আজ স্বাধীনতার অর্ধ শতকের পরে এসে তার রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত অত্যন্ত দুক্ষজন এ সিদ্ধান্তে তীব্র নিন্দা জানাই। রাজনৈতি প্রতিহিংসার কারনেই আজ এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এ সিদ্ধান্তকে প্রত্যাহার করতে হবে।
Leave a Reply