জামিনে মুক্তি পেয়েছেন পিরোজপুর সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সরদার কামরুজ্জামান চাঁন। পুলিশ গ্রেপ্তার করে নাশকতার মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠায়।
সরদার কামরুজ্জামান চাঁন পিরোজপুর জেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও জেলা বেএনপির আহবায়ক কমিটির সদস্য। তিনি শিকদার মিল্লক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি বর্তমানে পিরোজপুর সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।
মুক্তি পেয়ে পিরোজপুর সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সরদার কামরুজ্জামান চাঁন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত সকল শিক্ষার্থী অভিভাবকদের ধন্যাবাদ ও অভিনন্দন জানান। বিএনপি চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply