নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং গত ১৫ বছর পৈশাচিক ভাবে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের গুম, খুন, হামলা মামলা ও নির্যাতনের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। আজ বুধবার জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যলয়ের সামনে অবস্থান কর্মসূচীতে যোগ দেয়। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সোধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান মনি, সহ সভাপতি বাহাদুর সেখ, সহ সভাপতি মনির সেখ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংগঠনিক স্পাদক হাসিব জামাল খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: নাদিম সেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ হাওলাদার, সদস্য সচিব আশ্রাফুল আলম সজল প্রমুখ।
এ সময় জেলা, উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। অবিলম্বে তাদের এ দেশের মাটিতে বিচার করতে হবে। বিক্ষোভ মিছিল শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং যারা এই হত্যাকা- চালিয়েছে তাদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।
Leave a Reply