উইমেন ডেস্ক: রোববার, ১৯ সেপ্টেম্বর ২০২১, ৪ আশ্বিন ১৪২৮ |
চট্টগ্রামের লোহাগাড়ায় সাত হাজার পিস ইয়াবাসহ মো. ইসমাইল (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গ্রেফতার মাদক কারবারিকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়।
এর আগে শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে লোহাগাড়া ইউপিস্থ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছিল।
গ্রেফতারকৃত ইসমাইল চট্টগ্রামের পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন এলাকার মৃত মো. মনির আহমদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদরে ভিত্তিতে শনিবার রাতে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি মাইক্রোবাসে গাড়িতে তল্লাশি চালায়। এ সময় ৭ হাজার পিস ইয়াবাসহ ইসমাইলকে গ্রেফতার করা হয়। মাদক পরিবহন কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply