কোন ধরনের সহিংসতা কাম্য নয় বলে দাবী জানিয়েছেন শিক্ষার্থী ফরহাদ সিকদার অপি। কোটাবিরোধী আন্দোলন চলা কালে ৪ আগষ্ট দুপুরে গুরুতর হামলার শিকার হন ফরহাদ সিকদার অপি।
ফরহাদ সিকদার অপি জানান, আমি একজন সাধারণ শিক্ষার্থী। গত ০৪ আগষ্ট দুপুরে শহরের স্বর্নকার পট্টি রোড়ে তাকে অর্তকিত হামলা করে কিছু দুস্কৃতিকারী। তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করলে অপি দৌড়ে পালাতে চেষ্টা করে কোনমতে প্রানে রক্ষা পায়। তার পিঠে হাতে একাধিক কোপের চিহ্ন রয়েছে। বন্ধুরা উদ্ধার করে তাকে জেলা হাসপাতালে নিয়ে যায়। তিনি দাবী করেন এমন সহিংসতার শিকার আর যেনো কেউ না হয়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হোক। সকল মানুষ তাদের স্বাভাবিক জীবন যাপন এর সুযোগ পাক। স্বৈরতন্ত্র নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক। সকলে তাদের সমান অধিকার নিয়ে সুন্দর জীবন ও সমাজ গঠনের সুযোক পাক।
ফরহাদ সিকদার অপি সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি ডিসি পাড়া এলাকার একজন স্থায়ী বাসিন্দা।
Leave a Reply