উইমেন ডেস্ক: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ সালাম (৩৫) নামে এক রোহিঙ্গা নেতা (মাঝি) গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে উখিয়া কুতুপালংয়ের লম্বাশিয়া ২ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সালাম ২ নম্বর ক্যাম্পের নেতা (মাঝি) ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত ওসি শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, রোহিঙ্গা দুর্বৃত্তরা এসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে রোহিঙ্গা নেতা (মাঝি) গুলিবিদ্ধ হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
Leave a Reply