অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারীদের করোনার টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। টিকা বিষয়ক জাতীয় কমিটির পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সবার মতো অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারীদের মধ্যেও আক্রান্ত হওয়ার ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ সরকার জাতীয় টিকা কমিটির পরামর্শ অনুযায়ী অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারীদের করোনার টিকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিজ্ঞপ্তিতে, অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারীদের করোনার টিকা নেয়ার ক্ষেত্রে কিছু নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে বলা হয়েছে, অন্তঃসত্ত্বা নারীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে শুধু হাসপাতাল বিশিষ্ট সরকারি টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করতে হবে।
টিকা প্রদানের আগে টিকাকেন্দ্রের রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে কাউন্সেলিং সম্পন্ন সাপেক্ষে অন্তঃসত্ত্বা নারীকে টিকা প্রদান করতে হবে।
এছাড়াও অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারীদের টিকা নেয়ার শর্তাবলীর মধ্যে বলা হয়েছে, গর্ভবতী নারী টিকা নেয়ার দিন অসুস্থ থাকলে টিকা প্রদান করা যাবে না, অনিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত থাকলে টিকা দেয়া যাবে না, ভ্যাকসিন অ্যালার্জির পূর্ব ইতিহাস থাকলেও টিকা নেয়া যাবে না।
Leave a Reply